ডিপিডিসি - অনলাইন আবেদন ব্যবস্থা

মেনু মেনু বন্ধ করুন
  অনলাইন আবেদন ব্যবস্থা

বিজ্ঞপ্তি

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এর অনলাইন ওয়ান স্টপ সার্ভিস সিস্টেমের মাধ্যমে গ্রাহকের শিল্প সংযোগের আবেদন

গত ৩১-১২-২০২০ তারিখে বিডার ওয়ান স্টপ ওয়েব পোর্টালে শিল্প সংযোগের আবেদন কার্যক্রম উদ্ভোধন করা হয়েছে। দ্রুত সংযোগের নিমিত্তে শিল্প সংযোগের আবেদন BIDA Webportal (bidaquickserv.org) এর মাধ্যমে লগ ইন করে রেজিষ্ট্রেশন সম্পাদন পূর্বক আবেদন করার জন্য অনুরোধ করা হল।
সুবিধাঃ
  • বিনিয়োগকারীদের একটি প্ল্যাটফর্মে সকল সেবার পাশাপাশি বিদ্যুৎ সংযোগ সহজে অনলাইনে প্রাপ্তি
  • ডিপিডিসি'র আওতাধীন এলাকার বিনিয়োগকারীগণ সহজে বিডার ওয়েব পোর্টাল হতে অন্যান্য সেবার পাশাপাশি নতুন বিদ্যুৎ সংযোগের আবেদন এবং প্রয়োজনীয় কাগজপত্র দাখিল
  • আবেদনের Status অনলাইনে মনিটর
  • প্রত্যেক ধাপ সম্পন্ন হওয়ার পর এসএমএস প্রাপ্তি
  • অনলাইনে সোনালী ব্যাংকের মাধ্যমে তার নতুন সংযোগ ফী প্রদান করে নির্ধারিত সময়ের মধ্যে সংযোগ।
-- ডিপিডিসি কর্তৃপক্ষ।


অনলাইনের মাধ্যমে নতুন সংযোগের জন্য আবেদনের ধাপ

ধাপ: ১  ওয়েব সাইটের (www.dpdc.org.bd) ডান পার্শ্বের প্যানেলে নতুন সংযোগের জন্য আবেদন বোতামে চাপ দিতে হবে। অতঃপর আবেদন নতুন সংযোগ লিংকে চাপ দিলে প্রয়োজনীয় প্রাথমিক তথ্য গ্রহণের জন্য একটি পেইজ আসবে। এই পেইজে তথ্যগুলো সঠিক ভাবে দেওয়ার পর পেজের নিচে অবস্থিত Save বোতামে চাপ দিতে হবে। এর ফলে আবেদনকারীর উল্লেখিত মোবাইল নম্বরে আবেদনের ডাকটি ট্র্যাকিং নম্বর ও পিন নম্বর সম্বলিত একটি SMS যাবে এবং আবেদনকারীকে Confirmation করার জন্য অনুরোধ করা হবে উল্লেখ্য যে, ট্র্যাকিং নম্বর ও পিন নম্বরের মাধ্যমে আবেদনকারী ইচ্ছে করলে Confirmation এর পূর্বে পূরনকৃত বিভিন্ন তথ্য পরিবর্তন করতে পারবে। কিন্তু Confirmation এর পর কোন তথ্য পরিবর্তন করা যাবে না। Confirmation করার পর আবেদনকারীর কম্পিউটার মনিটরে পূরণকৃত আবেদন পত্রটি আসবে এবং আবেদনকারীকে আবেদনপত্রটি প্রিন্ট ও স্বাক্ষর করে পরবর্তীতে জমা দিতে হবে সংশ্লিস্ট বিদ্যুৎ অফিসে। তাছাড়া এই ট্র্যাকিং নম্বর ও পিন নম্বরের মাধ্যমে আবেদনকারী পরবর্তীতে আবেদন এর বর্তমান অবস্থা জানতে পারবেন।

ধাপ: ২  LT সংযোগের জন্য SMS এর মাধ্যমে আবেদনকারীকে নিম্নলিখিত প্রয়োজনীয় কাগজ পত্র সমূহ প্রেরণ করার জন্য অনুরোধ করা হবে

  • ১. রঙ্গিন পাসপোর্ট সাইজের ছবি
  • ২. জাতীয় পরিচয়পত্র অথবা বৈধ পাসপোর্টের ফটোকপি
  • ৩. সকল সিটি কর্পোরেশন, পৌরসভা এবং ক্যান্টনমেন্ট বোর্ড এলাকাভুক্ত সকল আবাসিক, বাণিজ্যিক এবং শিল্প পর্যায়ে নতুন বিদ্যুৎ সংযোগের ক্ষেত্রে করদাতা সনাক্তকরণ নম্বর (TIN) বাধ্যতামূলক
  • ৪. জমির মালিকানা দলিল/লিজ ডিড/নামজারীর কাগজ, মূল মালিক না থাকলে উত্তরাধিকার সনদ
  • ৫. পূর্বের সংযোগ থাকলে পরিশোধিত বিলের কপি (একই নামে /স্থানে আরো সংযোগ নিতে নতুন করে আর কোন ডকুমেন্টস লাগবে না)
  • ৬. বহুতল ভবনের (১০ তলার অধিক) ক্ষেত্রে অগ্নি নির্বাপন সার্টিফিকেট
  • ৭. রাজউক/সিডিএ/কেডিএ/আরডিএ এবং অন্যান্য ক্ষেত্রে সিটি কর্পোরেশন/পৌরসভার অনুমোদিত বিল্ডিং প্ল্যান, হোল্ডিং নম্বর (প্রযোজ্য ক্ষেত্রে)
HT/MT সংযোগের জন্য আবেদনকারী ডিপিডিসি ওয়েব সাইট এর সিটিজেন চার্টার এ দেওয়া তথ্য অনুযায়ী প্রয়োজনীয় তথ্য প্রদান করবে। আবেদনকারীকে অসমাপ্ত আবেদনের জন্য জানানো হবে।

ধাপ: ৩  প্রয়োজনীয় কাগজপত্র গ্রহণের পর আবেদনকারীকে উল্লেখিত সংযোগের স্থান LT সংযোগের জন্য ০১(এক) দিন এবং HT/MT সংযোগের জন্য ০৩(তিন) দিনের মধ্যে সার্ভে করা হবে এবং SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। যদি সার্ভে রিপোর্ট এ কোন প্রকার গরমিল থাকে তবে আবেদনকারীকে দ্রুত জানানো হবে। আবেদনকারীকে যদি তাহার সংযোগ স্থলে কোন বিদ্যুৎ বিল বকেয়া থাকে তবে সেটা পরিশোধের জন্য অনুরোধ করা হবে।

ধাপ: ৪  গ্রাহক আঙিনা জরিপের পর LT সংযোগের জন্য ০১ (এক) দিন এবং HT/MT সংযোগের জন্য ০৮(আট) দিনের মধ্যে লোড অনুমোদন করা হবে।

ধাপ: ৫  LT সংযোগের ক্ষেত্রে লোড অনুমোদনের পর পরই এবং HT/MT সংযোগের ক্ষেত্রে লোড অনুমোদনের ২(দুই) দিনের মধ্যে Demand Note প্রদান করা হবে।

ধাপ: ৬  আবেদনকারী নির্ধারিত সময়ের মধ্যে Demand Note এর বিল পরিশোধ করে অবশ্যই বিলের কপি সংশ্লিষ্ট বিদ্যুৎ অফিসে জমা দিবে।

ধাপ: ৭  সর্বশেষ আবেদনকারীকে মিটার জমা দেওয়ার জন্য অনুরোধ করা হবে। জমাকৃত মিটার পরীক্ষা-নিরীক্ষা করার পর LT/HT/MT সংযোগের ক্ষেত্রে ০২(দুই) দিনের মধ্যে সংযোগ দেওয়ার ব্যবস্থা করা হবে।


Copyright©DGM (ICT), Revenue, Dhaka Power Distribution Company Limited. All rights reserved.